জনাব এম এম মাহমুদুল্লাহ গত ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখ জাতীয় সমাজসেবা একাডেমিতে ১৫ তম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি সমাজসেবা অধিদফতরের ২০০০ ব্যাচের একজন কর্মকর্তা ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিভাগে অনার্সসহ মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক । তিনি ১৯৭০ সালের ০১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার টুংগিপাড়া উপজেলায় এক মুসলিম সমভ্রন্ত পরিবারে জন্মগ্রহণ করেন। চাকুরীজীবনে তিনি ভারতের ভিভিগিড়ি নয়দায় ২১ দিনের ও থাইল্রান্ডের চিয়াংমাইয়ে MIS বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।